Sylhet View 24 PRINT

ঘুষ নেয়ার সময় হঠাৎ হাজির দুদক...

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৭ ১৯:১৮:৩৮

সিলেটভিউ ডেস্ক ::ঘুষ গ্রহণকালে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল দুদকের অভিযানে হাতনাতে আটক হয়েছেন।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ অভিযান আটকদের তল্লাশি চালিয়ে ঘুষের এক লাখ ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে দুদকের অভিযানিক দল।

এসময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়া সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দপ্তরকে অবহিত পূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এখানে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/৭ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.