আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বুলবুল'র আঘাত মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২০:১৫:৪২

সিলেটভিউ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড় পরবর্তি দুযোর্গ মোকাবেলায় সকল প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ও জেলা প্রশাসন। পরিস্থিতি অনুকূলে থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী দুযোর্গ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে বন্দর ভবনে প্রস্তুতি সভা করেছে বন্দর কতৃপক্ষ। এতে ঘূর্ণিঝড় পরবর্তি করণীয় বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সাধারণত ৪ নম্বর সংকেত পর্যন্ত বন্দরের কার্যক্রমে কোন প্রভাব পড়ে না। তাই বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সংকেত বাড়লে বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল সংস্থার সাথে সমন্বয় করে ঘূর্ণিঝড় পরবর্তি দুযোর্গ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা সমূহকে জরুরী সভা করে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।’

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হয় চট্টগ্রামে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘূর্ণিঝড়ের সংকেত বাড়ার সাথে সাথে উপকুলীয় এলাকায় প্রস্তুত করা হয় স্বেচ্ছাসেবকদের। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, বুলবুল ক্রমান্বয়ে শক্তি সঞ্চার করে উত্তর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। বুলবুলের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার। যা ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি ৯ নভেম্বর রাতে কিংবা ১০ নভেম্বর সকালে উপকুলে আঘাত হানতে পারে।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন