Sylhet View 24 PRINT

কোন কোন দেশে বিটিভি সম্প্রচার হয়, জানালেন তথ্যমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১১ ১৯:০৭:৫৩

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য যেসব দেশে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার করা হচ্ছে তা সংসদকে জানালেন তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। সোমবার (১১ নভেম্বর) মোহাম্মদ সাহিদুজ্জামানের (মেহেরপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী তালিকাটি জানান।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বিদ্যমান ফুটপ্রিন্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশ এবং এর আঞ্চলিক জলসীমার বাইরে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কিরজিকিস্তান, তুর্কিমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তানে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। তবে আইপি টিভির মাধ্যমে পৃথিবীর অধিকাংশ দেশে বিটিভির অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, গত ২ সেপ্টেম্বর (২০১৯) থেকে ভারতের দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্মের মাধ্যমে বিটিভি ওয়ার্ল্ড দেশটিতে সম্প্রচার হচ্ছে। এছাড়া বাংলাদেশের টিভি চ্যানেলগুলো অনলাইন ও আইপি টিভি ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।


সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.