আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মশার কয়েল দিয়ে পাকানো হয় কাঁচা কলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৪ ২১:২৪:২১

সিলেটভিউ ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে মশার কয়েল দিয়ে কলা পাকানোর অভিযোগ একটি কলার আড়ৎ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন বলেন, গোপালদী স্কুল রোড এলাকায় অবস্থিত মোস্তফার কলার আড়তে ক্যামিকেল দিয়ে কলা পাকানো হয়- এমন অভিযোগ আসে আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে জানতে চাওয়া হয় কলা কিভাবে পাকানো হয়। তখন আড়তের মালিক মোস্তফা জানান মশার কয়েল দিয়ে কাঁচা কলা পাকানো হয়। এরপর তার দোকান তল্লাশি করে অনেক ক্যামিকেলের বোতল উদ্ধার করা হয়। এ সুযোগে দোকান মালিক মোস্তফা পালিয়ে যান। তখন কলার আড়তটি সিলগালা করে দেয়া হয়।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন