Sylhet View 24 PRINT

কোন জায়গায় অ্যাক্সিডেন্ট নেই, প্রশ্ন রেলমন্ত্রীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ২১:১৮:০৯

সিলেটভিউ ডেস্ক :: ‘অ্যাক্সিডেন্ট কোন জায়গায় নেই’- এমন প্রশ্ন রেখে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা নিজেরা তো খুব সতর্ক থাকি, আমাদেরও তো অসুখ হচ্ছে। এটা কীভাবে বলবেন, আপনি যখন জন্মেছেন মৃত্যুবরণ করবেনই। স্বাভাবিক হতে পারে, অ্যাক্সিডেন্টে হতে পারে। কিন্তু মৃত্যু নির্ঘাত।’

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর রেল ভবনে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ।

গত ১১ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের লুপলাইনের মুখে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আগে জানিয়েছিলাম, এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। কিন্তু একজনের নাম দুবার আসে। আসলে তখন নিহত হয়েছিলেন ১৫ জন। এরপর আরও দুজন মারা যান। ফলে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ১৭ জনে। আহত হন প্রায় ৩৭ জন। এ ঘটনায় রেলের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার জন্য আন্তঃনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার (চালক), সহকারী লোকোমাস্টার ও গার্ড দায়ী বলে জানান মন্ত্রী। বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে তিনটি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এসব প্রতিবেদন অনুযায়ী, আন্তঃনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ড সিগন্যালগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনা করেন। এ কারণে দুর্ঘটনা ঘটে।’

দায়ী তিনজন হলেন- তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে ও গার্ড মো. আব্দুর রহমান।

দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী আরও বলেন, ‘অ্যাক্সিডেন্ট কোন জায়গায় নেই, বিমানে নেই? সমুদ্রে নেই? রাস্তায় নেই, ট্রেনে নেই, কোন ব্যবস্থায় আপনি নিরাপদ থাকবেন? অ্যাক্সিডেন্ট সব জায়গায় রয়েছে। তবে হারটা কম আর বেশি। আমাদের দেশে যত বেশি গতি বাড়বে তত রিক্স বাড়বে।’

‘রেলের এ ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে আপনি জানিয়েছেন। কিন্তু যে ১৭ জন মারা গেছেন এবং ৩৭ জন আহত হয়েছেন তাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে’- এমন প্রশ্নের উত্তরে রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘রেল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমাদেরও নিশ্চয়ই দায়-দায়িত্ব রয়েছে। কিন্তু অ্যাক্সিডেন্ট তো কেউ আশা করে না যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়। আমরা যতই সতর্ক থাকি না কেন প্রতিনিয়ত কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে।’

তিনি বলেন, ‘রেল যেহেতু সেনসেটিভ জিনিস, মন্দবাগ স্টেশন দিয়ে ওই ড্রাইভার এবং ওই ট্রেন প্রতিদিনই যায়। কিন্তু আগে তো অ্যাক্সিডেন্ট হয়নি। যদি এটাকে সেভাবে বিশ্লেষণ করেন তবে পুরোনো কথায় বলা যায় যে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তারপরও কেউই অ্যাক্সিডেন্ট বা প্রাণহানি প্রত্যাশা করে না। প্রাণহানিকে তো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না।’

সচিব বলেন, ‘যতগুলো প্রাণ ঝরে গেছে আমরা কোটি কোটি টাকা দিলে সেগুলো ফিরে আসবে না। আমরা তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। যারা কর্তব্যকাজে অবহেলা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা কিন্তু মনিটর করি। রানিং রুম, বিশ্রাম- এসব বিষয় নিয়মিত মনিটরিং হয়। আমাদের মন্দবাগ স্টেশনে অ্যাক্সিডেন্টের পাঁচদিন আগে পাকিস্তানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই সতর্ক থাকতে চায়, তারপরও আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট এভোইড (এড়ান) করতে পারি না।’

দুর্ঘটনা হলেই রেল-কে অভিযুক্ত করা হয়- এমন মন্তব্য করে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ‘একজন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং দিয়ে রেললাইনে চলে আসল। এর জন্য অ্যাক্সিডেন্ট হলো। এতে কিন্তু রেলের কোনো দোষ নাই। তারপরও রেলকে অভিযুক্ত করা হয়। আসলে রেল বড় তো, তাই সবাই রেলের দোষ দেয়।’

‘একজন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং দিয়ে রেললাইনে চলে আসেন, আর তার জন্য অ্যাক্সিডেন্ট হলো- এজন্য দায়ী তো উনি। আমার রেললাইনের ওপর আপনি কেন উঠেছেন? আমার রেল-কে কেন উনি ধাক্কা দিলেন। এজন্য আমি উনাকে অভিযুক্ত করতে পারি। উনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না।’

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.