আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এবার পেঁয়াজের বাম্পার ফলন পাবনায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ১২:২৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ আবাদ এলাকা পাবনার সুজানগর। সেখানে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন সেখান থেকে অল্পসল্প পেঁয়াজ বাজারে আসলেও কৃষকরা জানিয়েছে, আগামী ৭-১০ দিনের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি চলে আসবে।

পাবনায় উৎপাদিত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন আহমেদ উল হক রানা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. আজহার আলী গতকাল গণমাধ্যমকে বলেন, এবার পাবনায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর বিপরীতে পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন। আগামী ৮-১০ দিনের মধ্যে অন্তত সাড়ে ছয় হাজার হেক্টর জমির পেঁয়াজ বাজারে আসবে।

সৌজন্যে :: কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন