আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

এবার থানায় বিক্রি হবে পিয়াজ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১৯:৪৪:৩৮

সিলেটভিউ ডেস্ক :: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র উদ্যোগে বিক্রি হবে পিয়াজ। ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা পিয়াজ বিক্রি করা হবে তাও মাত্র ৪৫ টাকায়। এ উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। তাদের এ কার্যক্রমে সহায়তা করবে সিএমপি।

শনিবার সকাল ১০ থেকে নগরীর ৫ থানা প্রাঙ্গনে এক যোগে শুরু হবে এ কার্যক্রম। যা চলবে টানা সাত দিন।

সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলে স্বস্তি পাবে। মোট সাত দিন নগরীর পাঁচ থানায় এ কার্যক্রম চলবে।’

জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পাঁচ থানায় পিয়াজ বিক্রির উদ্যোগ নেয়া হয়। শনিবার সকাল ১০টা থেকে সিএমপি’র কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পিয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পিয়াজ ক্রয় করতে পারবে। পুলিশের এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চলবে।

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন