Sylhet View 24 PRINT

নাগেশ্বরীতে এক বিদ্যালয় ভবনে ২২ মৌচাক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৯:৪৭:২০

সিলেটভিউ ডেস্ক :: নাগেশ্বরীতে উত্তর কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি মৌচাক বেঁধেছে মৌমাছিরা। মাঝে মাঝেই তারা মানুষের দিকে তেড়ে আসে, হুল ফোঁটায় মানুষের শরীরে। এ নিয়ে আতঙ্কে রয়েছে শিক্ষক-শিক্ষার্থী। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে দরজা জানালা বন্ধ করে নেয়া হচ্ছে বাৎসরিক পরীক্ষা।

উপজেলার কচাকাটা ইউনিয়নের দুধকুমর তীরবর্তী চরাঞ্চলের উত্তর কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে ২৪০ জন কোমলমতি শিক্ষার্থী। এর চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা ক্ষেত। সেখানে নেচে নেচে মধু সংগ্রহ করে বিদ্যালয় ভবনের তিনদিকে কার্নিশে ও সিঁড়িতে ২২টি চাকে বসবাস করা এসব মৌমাছি। পাশ দিয়ে পাখি উড়ে গেলে অথবা হালকা বাতাসে তারা উড়তে থাকে। হুল ফোটায় শিক্ষক-শিক্ষার্থীর গায়ে।

সহকারী শিক্ষিকা খুশি রানী সাহা জানান, ৭ ডিসেম্বর একটু বাতাসে বেশকিছু মৌমাছি উড়ে এসে তাকে ও আর একজন সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীকে আক্রমণ করে। হুল ফোঁটায় তাদের মুখ ও শরীরে। এতে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.