আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আর্জেন্টিনার মাউন্ট বনেট জয় করলেন বাংলাদেশের মৃদুলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১৫:৩৩:৩১

সিলেটভিউ ডেস্ক :: হিমালয়ের শীতিধার চূড়ার পর বাংলাদেশি পর্বত আরোহী মৃদুলা জয় করেছেন আর্জেন্টিনার কাটামারকা প্রদেশের অন্যতম পর্বত মাউন্ট বনেট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৭৪ মিটার উঁচুতে অবস্থিত। ৮ ডিসেম্বর মৃদুলা পর্বতটির চূড়ায় পৌঁছান।

মাউন্ট বনেট জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে মৃদুলা লিখেছেন, স্বপ্ন সত্যি হলো। বিজয়ের মাসে আমার এ জয় বাংলাদেশিদের জন্য।

৩০ নভেম্বর সকালে বেসক্যাম্পের উদ্দেশে রওয়ানা হন মৃদুলা। এরপর ট্রেকিং করে কনফ্লুয়েনশিয়া ক্যাম্পে পৌছান। দুইদিন পর ২ ডিসেম্বর সেখান থেকে প্রায় ২৭ মাইল ট্রেকিং করে প্লাজা ডি মুলাস, বেজক্যাম্প পৌঁছান তিনি। প্রচণ্ড ঠাণ্ডা ও মাইনাস ডিগ্রির তাপমাত্রার সাথে খাপ খাওয়াতে ৫ ডিসেম্বর পর্যন্ত বেজক্যাম্পে অপেক্ষা করতে হয় তাকে।

এরপর ৬ ডিসেম্বর উপরে উঠতে গিয়েও নেমে আসতে হয় বরফ ঝড়ের কারণে। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায় রওনা হয়ে দুপুরে পৌঁছান মাউন্ট বনেটের চূড়ায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর রাত ৮টার দিকে নেমে আসেন বেজক্যাম্পে।


সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন