আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ভারতের নাগরিকত্ব বিলের জেরে সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী: আনন্দবাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ১৭:৫১:৪৩

সিলেটভিউ ডেস্ক :: নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) রাজ্যসভাতে ছাড়পত্র পাওয়ায় ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভের মাত্রা বাড়ছে। এ সময় ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তোলেন।

উত্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেই তাদের এই তথ্য দিয়ে থাকুক, এটা সঠিক নয়। বিভিন্ন ধর্মের বহু মানুষই আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমরা কখনই কাউকে ধর্মের ভিত্তিতে দেখি না।’

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন