আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

লৌহজংয়ে থানা ভবনের গেট ভেঙে নিহত ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ২১:০০:৩৮

সিলেটভিউ ডেস্ক :: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাট ভোগদিয়া এলাকায় নবনির্মিত থানা ভবনের সামনের গেটের ছাদ ধসে মান্নাফ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও ৩ নির্মাণ শ্রমিক। আহতদের লৌহজং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবার বাড়ি সবার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কই গ্রামে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর বিকাল সোয়া ৪টার দিকে মান্নাফের লাশটি উদ্ধার করা হয়।

আহত শ্রমিক রাকিব জানান, বৃহস্পতিবার সকাল থেকেই থানা ভবনের গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এর মধ্যে ছাদে কাজ করছিল ১০ জন শ্রমিক ও নিচে ৩ জন। হঠাৎ বিকট শব্দ করে ছাদের অংশ ভিমসহ ভেঙে পড়ে। ছাদের নিচ থেকে সিহাব (১৯), হাসানকে (১৮) উদ্ধার করা হলেও মান্নাফ (১৮) ছাদের নিচে চাপা পড়ে।

ছাদের ওপর থাকা রাকিব (২২) আহত অবস্থায় উদ্ধার করা হয়।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, ওই ভবনটি এখনো বুঝে নেয়া হয়নি। উদ্ধার অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন