Sylhet View 24 PRINT

যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১১:১৭:২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পন, র‌্যালি , আলোচনা সভা, শহীদ পরিবারে উপহার সামগ্রী প্রদানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে  পুষ্পস্তর্বক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সদর উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমা-সহ বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক, পেশাজীবী সংগঠন। এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক , আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেল প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহামন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) হারুন অর রশীদ, মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা, সদর থানার ওসি শহীদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন,মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, মুক্তিযোদ্ধা অ্যাড আলী আমহাদ, মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, শিক্ষক নেতা কলি তালুকদার আরতি প্রমুখ।

পরে শহীদ বৃুদ্ধিজীবীদের স্মরণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা মহান স্বাধীনতা যুদ্ধে জেলার প্রথম শহীদ আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগমকের সাথে শুভে”ছা মিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহামান ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/শহীদনূর/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.