আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে আটক ৬

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৪:২৫:৩৮

সিলেটভিউ ডেস্ক ::  ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে মহেশপুর উপজেলার সস্তার বাজারের সামনে রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় মহেশপুর উপজেলার সস্তার বাজারের সামনে রাস্তার ওপর থেকে (ভৈরবার নিকট) বাংলা ভাষাভাষী তিন পুরুষ, এক নারীসহ মোট ছয়জনকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিলেন।

আটককৃত ৬ জন অনুপ্রবেশকারীকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন