আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার: আইনমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৮:৫৫:৪১

সিলেটভিউ ডেস্ক :: তালিকাভুক্ত রাজাকারদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে। অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে।’

রোববার সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব, যুগ্ম সচিব গৌতম ফণিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ওয়ালিদ মাহমুদ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকার-আলবদর ও আল শামসের তালিকার এটি প্রথম পর্ব।

মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য থেকে এই তালিকা করা হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় অনেক রাজাকার-আলবদর-আল শামসকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন