আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১৪:১০:৩২

সিলেটভিউ ডেস্ক :: ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পরবর্তী আবহাওয়াবার্তায় এসব বলা হয়। 

জানা গেছে, সিলেট ও রংপুর ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ


শেয়ার করুন

আপনার মতামত দিন