আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

১০ বছরে রেমিট্যান্স এসেছে ১৫৩ বিলিয়ন ডলার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৭:২৫:৪৯

সিলেটভিউ ডেস্ক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর মধ্যে ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

গোলাম মোহাম্মদ সিরাজের (বগুড়া-৬) এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ হতে এ পর্যন্ত ১৭৩টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশ হতে শ্রমিক পাঠানো হতো সেসব দেশে শ্রমিক প্রেরণ বন্ধ নেই।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন