Sylhet View 24 PRINT

দুই সিটিতে কাজ করবেন ৬৪ বিচারিক হাকিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৭:৩৩:০৪

সিলেটভিউ ডেস্ক :: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য পাঁচদিনে ৬৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, গত ২০ জানুয়ারি এ-সংক্রান্ত একটি চিঠি আইন ও বিচার বিভাগকে দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠি থেকে জানা যায়, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সংঘটিত অপরাধগুলো আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে।

৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিনের জন্য ৬৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন প্রদানের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ইসি।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.