আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিএনপি ভোট কারচুপির রাজ্যত্ব সৃষ্টি করেছিল: আইনমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৪ ১৪:৩৩:১০

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট কারচুপির রাজ্যত্ব সৃষ্টি করেছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।

শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশন চত্ত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। জনগণের ভোটার তাদের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করা জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভ‚ইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক মো. সেলিম ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম, আবদুস ছাত্তার, যুবলীগ নেতা আল-আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।



সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২৪ জানুয়ারি ২০২০/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন