আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ঘন কুয়াশা : শাহ আমানত থেকে ফিরে গেল ৬ ফ্লাইট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৬ ১২:৪২:১৭

সিলেটভিউ ডেস্ক :: ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় শনিবার রাতে দুটি ও আজ সকালে চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। ফ্লাইটগুলো পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার কাজী খাইরুল কবির।

তিনি জানান, ভিজিবিলিটি কম থাকায় শনিবার দিনগত রাতে দুটি ও রোববার ভোরে আরও চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে শনিবার রাতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ঢাকা-চট্টগ্রাম রুটের ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা চলে যায়।

এছাড়া সকালে ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের একটি, দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক আছে।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/১৬ ফেব্রুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন