আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চিকিৎসা সরঞ্জামবাহী চীনের বিশেষ বিমান শাহজালালে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৭:৪৫:০৫

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক চিকিৎসা সরঞ্জামবাহীসহ চীনের বিশেষ বিমানটি ইতোমধ্যেই অবতরণ করেছে। স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) বিকেলে সেগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রথম এই কনসাইনমেন্টে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার আছে বলে জানা গেছে।

এর আগে ফেব্রুয়ারিতে করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্ত করতে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি কিট দেয় চীন।

সৌজন্যে : জাগোনিউজ ২৪
সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০ /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন