আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আবারো সুসংবাদ: করোনার নতুন রোগী নেই, বাড়ি ফিরেছেন ১৫ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১২:২৮:২০

বাংলাদেশে নতুন করে আর কারো শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনই আছে।

রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে আর কারও শরীরে করোনা শনাক্ত করা হয়নি। এর ফলে আক্রান্তের সংখ্যা আগের মতো ৪৮ জনই আছে। এছাড়া ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু আগের মতোই পাঁচজন আছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৮ মার্চ। সেদিন তিনজন প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন বলে আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর মারা যান পাঁচজন।


শেয়ার করুন

আপনার মতামত দিন