আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

আকিজের করোনা হাসপাতাল নির্মাণের কাজ ফের শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৪:০৮:০৮

সিলেটভিউ ডেস্ক :: সাময়িক বাধার পর ফের শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩০১ শয্যাবিশিষ্ট করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ কাজ। হাসপাতালটি নির্মাণ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। রোববার (২৯ মার্চ) আকিজ গ্রুপের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফির নেতৃত্বে লোকজন হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করেছেন তারা। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে এ বিষয়ে কথা হয় এই করোনা হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশা করি, সরকার আমাদেরকে সিরিয়াসলি সাপোর্ট দেবে। আমাদের নেসেসারি (প্রয়োজনীয়) ক্লিয়ারেন্সগুলো তাড়াতাড়ি করে দেবে। আশা করি, সরকার আমাদের সব ধরনের সহযোগিতা করবে।‘

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন