আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ঢাকায় আসল আলিবাবার দেয়া ৩ লাখ মাস্ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৬:৪০:০৭

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে তিন লাখ মাস্ক দিল চীনভিত্তিক ইকমার্স জায়ান্ট আলিবাবা।

রবিবার দুপুর ৩টার দিক এসব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট দেশে পৌঁছায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশকে এসব চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম অনুদান হিসেবে পাঠিয়েছেন চীনের ধনাঢ্য ব্যবসায়ী জ্যাক মা।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা।

তিনি লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন