আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

শেরপুরে জ্বরে ভুগে একজনের মৃত্যু, কয়েকটি বাড়ি লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ০৯:২২:২৮

সিলেটভিউ ডেস্ক :: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে জ্বর এবং শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা গেছেন এক ব্যক্তি। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়া ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। আজ সোমবার নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন ইউএনও আরিফুর রহমান। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

সিলেটভিউ২৪ডটকম/ ৩০ মার্চ, ২০২০/ জাগোনিউজ২৪ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন