আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রংপুরে ৮ বাড়ি লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ২০:০৮:৩৩

সিলেটভিউ ডেস্ক :: রংপুরে ৮টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় এই লকডাউন ঘোষণা করা হয়। রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ব্যক্তি ঢাকায় নৈশ প্রহরীর কাজ করতেন। গত রবিবার তিনি ট্রাকে করে বাড়ি আসছিলেন। বগুড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে  সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অসুস্থতার খবর পেয়ে তার জামাই তাকে দেখতে বগুড়া যান। বুধবার আইইডিসিআর তার দেহের নমুনা সংগ্রহ করে জানতে পারে তার দেহে করোনাভাইরাস রয়েছে।

এদিকে জামাই রংপুরে এসে শ্বশুরবাড়ি সদ্যপুস্করণীতে অবস্থান  এবং পরিবার ও আশপাশের লোকজনের সাথে মেলামেশা করায় ওই এলাকার ৮টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন