আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তিন চিল্লা, এক চিল্লা, মাস্তুরাত-জামাত বাদ দিয়ে বাড়ি যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৮:২৭:৫১

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস বিস্তাররোধে তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছে তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ।

নিজামুদ্দিন মার্কাজের অনুসারী শুরাগণের পক্ষে তাবলিগ জামাত বাংলাদেশের ফায়সাল ও আহলে শুরা প্রফেসর ইউনুস সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে তাবলিগ জামাতের সদস্যগণের উদ্দেশে বলা হয়, সব জেলায় ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিটি গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই বাস্তবায়ন করবেন। তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছে তারা যার যার বাড়ি রওয়ানা হযে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাড়ি গিয়ে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য ইবাদত ও তওবা এস্তেগফার করে পুরো উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন। আল্লাহ পাক পুরো বিশ্বে আমান ও রোগমুক্তি দান করেন। আমিন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন