আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পুরো নারায়ণগঞ্জ লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ০০:২৭:৪২

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সমকালকে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন (আটকা অবস্থা) কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কেউ বাইরে থেকে নারায়ণঞ্জ জেলায় ঢুকতে বা সেখান থেকে বাইরে যেতে পারবেন না।

চিকিৎসা ও জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির ঘটনা।

গত ৮ মার্চ প্রথম দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ পরিস্থিতিতে দেশজুড়ে মানুষকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে সরকার। এরই মধ্যে লকডাউন করা হয়েছে মাদারীপুরসহ কয়েকটি এলাকাও।

শেয়ার করুন

আপনার মতামত দিন