আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ব্রিটেনে করোনায় মারা গেলেন ব্যারিস্টার মনির জামান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১২:৪১:১৬

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্রাজুয়েট ক্লাব ইউ কে সভাপতি, লন্ডনের পি জি এ সলিসিটারের প্রিন্সিপাল ব্যারিস্টার মনির জামান শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মঙ্গলবার ব্রিটেন সময় রাত ১০টায় পূর্ব লন্ডনের নিউহাম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মনির জামান শেখ এর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামে।

গ্রাজুয়েট ক্লাব ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. আনিছুর রহমান আনিছ জানান, তিনি গত দুইদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মনির জামান শেখ।

উল্লেখ্য, কমিউনিটি ভিত্তিক কোন পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন ব্রিটেনে।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন