আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৪:১৬:২৫

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের দুর্যোগের সময় বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দেওয়া হকারদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ সংবাদপত্র বিতরণের সঙ্গে জড়িত দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে গ্রুপটি।

বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, ঢাকা পত্র-পত্রিকা বিতরণকারী সমিতি ও ঢাকা বিট সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এসব খাদ্য সহায়তা সমিতিগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও আটা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান. সংবাদপত্র হকার্স কল্যান সমিতির সম্পাদক আলহাজ্ব মো. শাহাব উদ্দিনসহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন