Sylhet View 24 PRINT

ময়মনসিংহে পুলিশ কনস্টেবলসহ করোনা আক্রান্ত ২, এপিবিএন লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ২০:১৫:৩৫

সিলেটভিউ ডেস্ক :: ময়মনসিংহে পুলিশ কনস্টেবলসহ দু’জন পৃথকভাবে করোনা আক্রান্ত হয়েছেন। জেলার মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল নাজমুল হোসেন নামের একজনের (২১) করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাকে নগরীর (সূর্য্য কান্ত) এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও জামালপুরের মাদারগঞ্জের রেজাউর রহমান (৩৪) নামের আরও একজনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা পজিটিভ হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার ৫১ জনের নমুনা পরীক্ষার পর দু’জনের করোনাভাইরাস পজেটিভ পায় ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত করোনা শনাক্ত করণের পিসিআর ল্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি জানান, পুলিশের ওই কনস্টেবল গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএন এ যোগদান করেন।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.