আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

৭০ ভাগের বেশি যাত্রী বহন করলে আইনানুগ ব্যবস্থা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ১১:০৭:৫৪

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের সব ধরনের স্বাস্থ্যবিধি বিশেষ করে শারীরিক দূরত্ব মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে হলে সেখানে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব নিশ্চিত করে ভ্রমণের অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, দেশের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রতি ফ্লাইটের ভেতরে মাত্র ৭০ ভাগ যাত্রী বহনের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর বাইরে যাত্রীর আসন বিক্রি বা লোড থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে প্রতিটি ফ্লাইট। এদিকে বিমান চালুর ঘোষণা দেয়ার পরমুহূর্ত থেকেই বিক্রি শুরু করে দিয়েছে তিনটে এয়ার লাইন্স। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর আগামী ১ জুন থেকে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এবং নভোএয়ার।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/এভিয়েশননিউজবিডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন