আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

লিবিয়ায় মানবপাচার চক্রের হোতা হাজী কামাল গ্রেপ্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ১৪:১১:০৫

সিলেটভিউ ডেস্ক :: লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা ও দেশটিতে মানবপাচার চক্রের অন্যতম সদস্য কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আজ সোমবার (১ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এএসপি সুজয় বলেন, মানবপাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেইসঙ্গে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মানবপাচার চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এএসপি সুজয় আরো বলেন, হাজী কামাল মানবপাচার চক্রের অন্যতম সদস্য। তাকে নিয়ে আজ বেলা দেড়টায় রাজধানীর টিকাটুলিতে অবস্থিত র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/০১ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন