আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

স্পেনের সর্বোচ্চ খেতাব পেলেন বাংলাদেশের কুতুবউদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১০:৩৯:৪৩

সিলেটভিউ ডেস্ক :: স্পেনের সর্বোচ্চ খেতাব ‘নাইট অফিসার’ উপাধি পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পাচ্ছেন তিনি। প্রতিবছর ‘অর্ডার অব সিভিল মেরিটে’র আওতায় দেশি ও বিদেশি নাগরিকদের বিভিন্ন খেতাবে ভূষিত করেন স্পেনের রাজা। এনভয় টেক্সটাইলের পরিচালক তানভীর আহমেদ  এ তথ্য নিশ্চিত করেন। কুতুবউদ্দিন আহমেদ তৃতীয় বাংলাদেশি হিসেবে এই খেতাব পাচ্ছেন। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শিল্পী মনিরুল ইসলাম দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব পেয়েছেন।

মোট পাঁচটি ক্যাটাগরিতে ‘অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করা হয়। নাইট অফিসার এর একটি।

কুতুবউদ্দিন আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান। এই দুটি গ্রুপের গার্মেন্ট, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আবাসন, এভিয়েশন, সেবা ও সিরামিকসহ নানা ধরনের ব্যবসা রয়েছে।

বিজিএমইএ এবং মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রথমে কিছুদিন ব্যাংকে চাকরি করেন। পরে নিজে ব্যবসা শুরু করেন। গার্মেন্ট দিয়ে শুরু করলেও অচিরেই তিনি অসাধারণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণ করেন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন