আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৮৮ বাংলাদেশি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২২ ১২:০২:৩৫

সিলেটভিউ ডেস্ক :: কোভিড-১৯ পরিস্থিতিতে সৌদি আরবে আটকেপড়া ৩৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোববার রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল।

করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত সপ্তাহে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০২০/যুগান্তর /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন