আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনায় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতারের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ১০:১৪:২৪

সিলেটভিউ ডেস্ক :: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ শনিবার ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রায় মাসখানেক যাবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মেজর (অব.) খালেদ আখতার প্রয়াত এরশাদের দীর্ঘ সময় একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোষাধ্যক্ষসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/কালেরকণ্ঠ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন