Sylhet View 24 PRINT

‘গরুর চেয়ে ছাগলের বাজার বেশি গরম’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-৩০ ১৮:৩৭:১০

সিলেটভিউ ডেস্ক ::‘ছাগলের কাস্টমার আসছে না আবার আসলেও দাম বলছে না’ এমন অভিযোগ দিনাজপুর থেকে আসা ফিরোজের।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ৩০০ ফিট সড়কের গরুর হাটে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার।

ফিরোজ জানান, ১২-৩০ হাজার টাকা মূল্যের ছাগল রয়েছে তার কাছে। ৭৪টি ছাগল নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে রাজধানীর পশুর হাটে আসলেও এখন পর্যন্ত মাত্র তিনটি ছাগল বিক্রি করতে পেরেছেন।

তিনি বলেন, ছাগলের কাস্টমার আসছে, আসছে না। আবার দাম বলছে না ঠিকভাবে।

পাল্টা অভিযোগ ছাগল কিনতে আসা সুমনের। রাজধানীর বসুন্ধরা বারিধারার বাসিন্দা সুমন বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন।

কিছুটা রসিকতা করে তিনি বলেন, গরুর চেয়ে ছাগলের বাজার বেশি গরম। ছাগলের যে দাম চায় তাতে গরুই নেয়া সম্ভব।

রাজধানীর পশুর হাটে সরেজমিনে দেখা যায়, গরুর ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সরব উপস্থিতি থাকলেও ছাগলের বাজারে ক্রেতা নেই বললেই চলে। গুটিকয়েক ক্রেতা আসলেও বিক্রেতাদের সঙ্গে বনিবনা না হওয়ায় বিক্রি হচ্ছে না।

তবে বিক্রেতাদের অভিযোগ, ন্যায্য মূল্য চাওয়া হলেও ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ দাম পাচ্ছেন না তারা।

অপরদিকে ক্রেতাদের অভিযোগ গরুর ক্রেতা কম থাকায় ছাগলের বিক্রেতারা দাম বেশি চাইছেন।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/৩০ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.