আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ফেরিতে উঠার সময় গরুসহ ট্রাক নদীতে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-৩১ ১৫:০৬:১৩

সিলেটভিউ ডেস্ক :: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি গরুসহ একটি মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রাকটি গরুরহাটের উদ্দেশে ফেরীতে উঠছিলো। ট্রাকটি উদ্ধারের জন্য থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল বেলা ২টায় কাজ শুরু করেছে।

গরুর মালিক ভাইজোড়া গ্রামের দরিদ্র কৃষক জাকির হাওলাদারের কমপক্ষ ৭০ হাজর টাকার ক্ষতি হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ঘটনাস্থলে রয়েছেন।

এ বিষয়ে ট্রাক চালক নাসির গাজী বলেন, ট্রাকটি ফেরিতে উঠার পরে ফেরি চালকের ভুলে পন্টুনের খাম্বায় ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। অপরদিকে ফেরী চালক সাখাওয়াত হোসেন বলেন, নিষেধ করার পরও ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

এ ঘটনা সম্পর্কে থানার ওসি বলেন, একটি গরু সাতরে উঠেছে। অপরটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনই বলা যাচ্ছেনা।

সিলেটভিউ২৪ডটকম/৩১ জুলাই ২০২০/বিডিপ্রতিদিন/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন