Sylhet View 24 PRINT

নাফনদ সাঁতরিয়ে হাতির পাল ঢুকছে বাংলাদেশে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৪ ১১:০৯:১৬

সিলেটভিউ ডেস্ক :: মিয়ানমার থেকে নাফনদ সাঁতরিয়ে এবার বাংলাদেশে 'অনুপ্রবেশ' করছে হাতির পাল। গতকাল সোমবার একদিনেই ৪টি হাতির একটি পাল নাফনদ সাঁতরাতে শুরু করে। বিকাল ৪টার সময় নাফনদ সাঁতরিয়ে টেকনাফে আশ্রয় নিয়েছে একটি মা হাতি। সেই সাথে আরো ৩টি হাতি নাফনদে অপেক্ষমাণ রয়েছে টেকনাফের তীরে ওঠার জন্য।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বন কর্মকর্তা বলেছেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নামক এলাকায় মা হাতিটি অনুপ্রবেশ করেছে গতকাল বিকালে। এরপর টেকনাফ বন রেঞ্জের কর্মীরা এগিয়ে গিয়ে হাতিটি উদ্ধার করে।

অপরদিকে মিয়ানমার থেকে বাংলাদেশের উদ্দেশে নাফনদে ঝাঁপিয়ে পড়া অপর তিনটি হাতিও তীরে ওঠার অপেক্ষায় রয়েছে। হাতি তিনটি নাফনদে বাংলাদেশ অংশের জলিলের দিয়া নামক দ্বীপে অবস্থান করছে।

প্রসঙ্গত দীর্ঘকাল ধরে বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির স্থলভাগের পাহাড়ি সীমান্তে হাতির পাল চলাচল করে আসছে দুই দেশের মধ্যে। কিন্তু নাফনদ সাঁতরিয়ে এভাবে হাতির পাল আসার ঘটনা এর আগে তেমন ঘটেনি বলে স্থানীয়রা জানান।

সিলেটভিউ২৪ডটকম/৪ আগস্ট ২০২০/কালেরকণ্ঠ/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.