Sylhet View 24 PRINT

জয়শঙ্করকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের চিঠি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৯ ১১:২৭:১৪

সিলেটভিউ ডেস্ক :: ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনাতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্করকে দেওয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজ পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থণা করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই ফেরত ১৯০ জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারীবর্ষণের মধ্যে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির দু’জন পাইলটসহ অন্তত ২০ জন নিহত হন। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বিমানের বেশিরভাগ আরোহীকে উদ্ধার করেছে । এর মধ্যে আহত প্রায় ১৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/৯ আগস্ট ২০২০/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.