আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ আটক ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৫ ০৯:২৩:৪৮

সিলেটভিউ ডেস্ক :: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করা হয়েছে।এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না। শনিবার সন্ধ্যায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ ফ্লাইটের যাত্রী ছিলেন তারা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামের এক যাত্রীকে নিচতলার ৭ নম্বর আন্তর্জাতিক গেইট থেকে আটক করা হয়। তার কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়।

আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারার নূর কামালকে আটক করা হয় দোতলার ডিপার্চার লাউঞ্জ থেকে। তার কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। একজন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন।

আটক দুই যাত্রীর যাত্রা বাতিল করে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ইন্টেলিজেন্সকে বুঝিয়ে দিয়েছে এনএসআই টিম।

সিলেটভিউ২৪ডটকম/২৫ অক্টোবর ২০২০/বিডিপ্রতিদিন/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন