আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কারাগারে কেমন আছেন ইরফান সেলিম?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৭ ২০:২৯:৪৩

সিলেটভিউ ডেস্ক :: নৌবাহিনীর লেফটেন্যান্টকে মারধরের পর র‌্যাবের অভিযানে গ্রেফতার হন পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমপুত্র ইরফান সেলিম। সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে তাকে র‌্যাব হেফাজত থেকে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়।

সোমবার সন্ধ্যায় মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহার করার অপরাধে তাকে এক বছরের সাজা দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  কারাগারে পৌছানোর পর নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে পৌছানোর পর ইরফান সেলিম শান্ত ও স্বাভাবিক রয়েছেন।  তবে বিমর্ষ হয়ে আছেন।

মঙ্গলবার ভোরে কেস টেবিলে এনে তার কারা পরিচয়পত্র তৈরি করা হয়েছে। সাধারণ কয়েদীর জন্য সকালে যে নাস্তা দেয়া হয় ইরফানকে তাই দেয়া হয়েছে।  দেরি করে হলেও তিনি তা খেয়েছেন। তিনি কারাগারে রয়েছেন কয়েদী হিসেবে, সে হিসেবে তাকে সকালে খিচুড়ী তাকে দেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম যুগান্তরকে বলেন, করোনা মহামারীর কারণে ইরফান সেলিমকে সরকারি নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।  তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।



সিলেটভিউ২৪ডটকম/২৭ অক্টোবর ২০২০/যুগান্তর /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন