আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মতের অমিল হলেই ‘টর্চার সেলে’ নির্যাতন করতেন ইরফান সেলিম: র‍্যাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৭ ২০:৪৪:৩৮

সিলেটভিউ ডেস্ক :: র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মতের অমিল হলেই রাজধানীর চকবাজারের কার্যালয়ে থাকা টর্চার সেলে নিয়ে নির্যাতন করতেন ইরফান সেলিম। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির একটি নেটওয়ার্কও গড়ে তোলা হয়েছিল বলে জানান তিনি।

মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, এই টর্চার সেলে যারা তার মতের বিরুদ্ধে যেত তাদেরকে এনে নির্যাতন করা হতো বলে বিভিন্ন উৎস থেকে র‍্যাব জানতে পেরেছে। মূলত এলাকার চাঁদাবাজি এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি এসব করতেন বলেও মন্তব্য করেন তিনি।



সিলেটভিউ২৪ডটকম/২৭ অক্টোবর ২০২০/বিডি প্রতিদিন /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন