আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নারীর হিজাব ও পুরুষের টাকনুর উপরে কাপড় পরার নির্দেশনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ১৮:৩৯:১২

সিলেটভিউ ডেস্ক :: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইন্সটিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষকে পর্দা মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ আবদুর রহিম।  

জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহিম বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন।

পরিচালক বিজ্ঞপ্তিতে বলেছেন, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হল।



সিলেটভিউ২৪ডটকম/২৯ অক্টোবর ২০২০/যুগান্তর /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন