আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রাম সিটি নির্বাচন: বিভিন্ন স্থানে সংঘর্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৭ ১২:১৪:৩৯

সিলেটভিউ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। কয়েক জায়গায় থেমে থেমে সংঘর্ষ চলছে। চট্টগ্রামের শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মহিলা আওয়ামী লীগ ও বিএনপির সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সকাল ৯টা ৩৩ মিনিটে চট্টগ্রাম নগরীর আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে জালালাবাদ ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এবং র‍্যাবের সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে।

এছাড়া, পাঠানটুলী ওয়ার্ডের বিএনপি ও আওয়ামী লীগ বিদ্রোহীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রগুলো হলো পাঠানটুলী বয়েজ স্কুল, কমার্স কলেজ, আবেদিয়া স্কুল, বাংলাবাজার ইউসুফ স্কুল জমির উদ্দিন স্কুল।

সিলেটভিউ২৪ডটকম/বিডিপ্রতিদিন/মিআচৌ-১৭

শেয়ার করুন

আপনার মতামত দিন