আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

১ টাকার বড়শিতে ২৯০০০ টাকার পাঙ্গাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২২ ১৯:২৬:০৫

সিলেটভিউ ডেস্ক ::  বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বরশি দিয়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক পাঙ্গাশ মাছ শিকার করেছেন কবির নামে স্থানীয় এক মৎস্যজীবী। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদী মোহনায় পদ্মা স্লুইস গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকায় স্থানীয় বাজারে বিক্রি করেন তিনি।

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমি বড়শি ফেলে আজ সকাল ৬টার দিকে তুলতে চাই। সুতার প্রান্ত শক্ত খুঁটির সঙ্গে বাঁধা ছিল। গিয়ে দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে। তিনি আরো বলেন, যে বড়শিতে মাছটি ধরা পড়েছে স্থানীয় বাজারে ওই বড়শিটির দাম এক টাকা। এতে সাধারণত ছোট আকারের মাছই ধরা পড়ে।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটিকে আমি ২৯ হাজার টাকায় কিনে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে কেটে বিক্রি করার জন্য নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।



সিলেটভিউ২৪ডটকম/ কালের কণ্ঠ /জিএসি-১০

শেয়ার করুন

আপনার মতামত দিন