Sylhet View 24 PRINT

বিএনপির ৭ মার্চ পালনের ঘোষণাকে স্বাগত জানালেন সুলতান মনসুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৫ ২০:৪৪:১৭

সিলেটভিউ ডেস্ক :: বিএনপির ঐতিহাসিক ৭ মার্চ পালনের সিদ্ধান্তকে রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর আহমদ।

আলাপকালে তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে জয় বাংলা, বঙ্গবন্ধু, স্বাধীনতা এই শব্দগুলো মুছে দেয়ার এমন কোনো ষড়যন্ত্র নেই যা করা হয়নি। কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে ঐতিহাসিক সত্যকে মেনে নিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপিসহ রাজনৈতিক দল গুলোর এই প্রত্যাবর্তন সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

প্রসঙ্গত, শপথ পরবর্তী জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে দুই বছর আগেই এই জাতীয় নেতা বলেছিলেন জয় বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপস নেই।



সিলেটভিউ২৪ডটকম/ পূর্বপশ্চিমবিডি /জিএসি-১৯

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.