আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিরাজগঞ্জে ফের হাসপাতাল থেকে নবজাতক চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৭ ২১:০৫:৫৯

সিলেটভিউ ডেস্ক :: এবার সিরাজগঞ্জের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জন্মের ছয়ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।

নবজাতকটি সিরাজগঞ্জের তাড়াশ থানার নওগাঁ গ্রামের মাজেদ-সবিতা দম্পতির সন্তান। বিয়ের দীর্ঘ ১২ বছর পর তাদের প্রথম সন্তান জন্মলাভ করে। বাবা-মা কোলে নেওয়ার আগেই হারিয়ে যায় তাদের আদরের সন্তান।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সবিতা নামে এক প্রসূতিকে হাসপাতালে ভর্তি হয়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। বিকেল সোয়া ৩টার দিকে নবজাতকটি চুরি হয়ে যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাবনার চাটমোহর থানার স্থল গ্রামের বাসিন্দা নবজাতকের নানি তাকে কোলে নিয়ে বসেছিলেন। এ সময় বোরকা পরা এক নারী তার কাছ থেকে নবজাতককে কোলে নিয়ে দীর্ঘ সময় ঘোরাফেরা করেন। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি নবজাতক নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে নবজাতকের নানি জয়নব বলেন, ‘এক মহিলা এসে বলে এ হাসপাতালেই তার ভাইয়ের ছেলে হয়েছে। কিন্তু তাকে কোলে নিতে দিচ্ছে না। তাই শিশুটিকে কোলে নিতে চাইলে আমি দিই। কিছুক্ষণ পরে আমাকে ডাকছে বলে ভেতরে পাঠিয়ে ওই নারী পালিয়ে যান।’

নবজাতকের বাবা মো. আব্দুল মাজেদ বলেন, ‘১২ বছর অপেক্ষার পর একটি আল্লাহ একটি সন্তান দান করেন। তাকে কোলে পর্যন্ত নিতে পারলাম না। আমার শ্বাশুড়ি ও শ্যালিকার কাছেই শিশুটি ছিল।’

সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তাৎক্ষনিকভাবে পুলিশকে সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছি। এ বিষয়ে আমাদের কোনো অবহেলা নেই।’

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, ‘নবজাতকটি তার নানির কোলে ছিল। তার কাছ থেকে এক নারী কোলে নিয়ে সুকৌশলে পালিয়ে যান। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছে। তবে এ ঘটনায় আমার স্টাফদের মধ্যে কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘পুলিশ বিষয়টি জেনে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নবজাতকটি খুঁজে বের করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।’

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।’

এর আগে গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শিশুটির পিতা চয়ন ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলেও শিশুটি উদ্ধার করতে পারেনি পুলিশ।



সিলেটভিউ২৪ডটকম/ জাগো নিউজ /জিএসি-৩০

শেয়ার করুন

আপনার মতামত দিন