আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে কাফনের কাপড়-মরদেহের চুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৮ ১৯:৫৮:০২

সিলেটভিউ ডেস্ক :: ঢাকার আশুলিয়ায় একটি ঐতিহ্যবাহী কবরস্থানের বিভিন্ন স্থানে কাফনের কাপড়, মরদেহের চুলসহ বিভিন্ন অংশ পড়ে রয়েছে এবং সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরি হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে ওই কবরস্থানে এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এর আগে শনিবার রাতের কোনো এক সময় আশুলিয়ার শিমুলিয়া ইউপির রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পেলেও কঙ্কাল চুরির বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

স্থানীয় যুবলীগ নেতা হৃদয় আহমেদ জিয়া জানান, সকালে তার চাচাতো বোন রেজিয়ার মরদেহ দাফন করতে এসে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। পরে কবরস্থান ঘুরে দেখতে পান ১৬টি কবরে মরদেহের কঙ্কাল নেই।

পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মানব কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার এসআই ইউনুস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কঙ্কাল চুরির বিষয়টি সুস্পষ্ট নয়।



সিলেটভিউ২৪ডটকম/ যুগান্তর /জিএসি-০৮

শেয়ার করুন

আপনার মতামত দিন