আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল পণ্য, সোয়া ৪ লাখ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৪ ১৯:৩৩:১৪

সিলেটভিউ ডেস্ক :: দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বাজারজাত করার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে চারটি কারখানায় অভিযান চালিয়ে চার লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, বুধবার (৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, কারখানা চারটি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। এসব অভিযোগে ওই চারটি কারখানাকে চার লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি কারখানা সিলগালা করা হয়। এছাড়া প্রায় ১৮০০ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/ জাগো নিউজ /জিএসি-০৩

শেয়ার করুন

আপনার মতামত দিন