Sylhet View 24 PRINT

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৪৪ ধারা জারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ২০:০২:০৮

সিলেটভিউ ডেস্ক :: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

বুধবার এই আদেশ জারি করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

আদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বৃহস্পতিবার হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া কোভিড-১৯-এর বিস্তার লাভ করারও সম্ভাবনা রয়েছে। তাই জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল সুপার মার্কেট সংলগ্ন এলাকা, নিমতলা বাসস্ট্যান্ড, আওলাদ সুপার মার্কেটে ও আশপাশের ২০০ গজ এলাকায় এই আদেশ জারি থাকবে বলে তিনি জানান।

এসময় কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, কুচিয়ামোড়া বাজার, ইসলামপুর কবরস্থান মাঠ, নিমতলা বাজার আওলাদ মার্কেট এলাকায় প্রবেশ, সভা-সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল বা লাঠিসোটা ইত্যাদি বহন এবং লাউড স্পিকার বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।




সিলেটভিউ২৪ডটকম/ জাগো নিউজ /জিএসি- ১৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.